চাঁদপুর

চাঁদপুর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ২শ’ ২০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হল শহরের তালতলা এলাকার বন্দে আলী গাজী বাড়ীর মৃত মতিন গাজীর ছেলে খোকন গাজী (৩৬) ও শহরের উত্তর জিটি রোডের ফারুকের বাসার ভাড়াটিয়া মৃত জাফর প্রধানীয়া ছেলে মো. মোস্তফা প্রধানিয়া (৪২)।

চাঁদপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তফা প্রধানিয়াকে ২০ পিস ইয়াবাসহ আটক করে।

গোয়েন্দা পুলিশ আরো জানায়, মোস্তফা দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে। সে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্য জিটি রোডের খোরশেদ হাওলাদারের কাছ থেকে পাইকারী দামে ক্রয় করে। এসময় খারশেদ হাওলাদার পালিয়ে যায়। তাদের সকলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

এদিকে সোমবার (২৪ এপ্রিল) দিবগত রাত সাড়ে ১২ টায় এসআই ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মধ্যতরপুরচন্ডির ষোলঘর এলাকার গাজী বাড়ীর সামনে খোকন গাজীকে ৪শ’ পিস ইয়াবাসহ আটক করে। সে বাসট্যান্ড এলাকার মাদক ব্যবসায়ী রাজু ও সাগরের কাছ থেকে পাইকারী দামে কিনে ।

প্রতিবেদক-আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০০ পিএম, ২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
এইউ

Share