গোয়েন্দা পুলিশ ছেড়ে দেয়ার পর বাসায় ফিরেছেন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর শনিবার (২৫ জুন) বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, গত শুক্রবার (২৪ জুন) গভীর রাতে রাজধানীর খিলগাওঁয়ে শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসপি বাবুল আক্তার জানান, ‘মিতু হত্যাকারীদের শনাক্তে অগ্রগতি হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপিসহ গোয়েন্দারা তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।’
বাবুল আক্তার বলেন, মিতু হত্যার মামলায় চারজন আসামিকে ধরা হয়েছে। মামলার বাদী হিসেবে তাদের সঙ্গে কথা বলার জন্যই আমি গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যাই। খুনিদের শনাক্ত করার জন্যই ছিলো ওই জিজ্ঞাসাবাদ।
মিতু হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তার কোনা বক্তব্য মেলেনি। (বাংলানিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:৪০ পিএম, ২৫ জুন ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur