কথায় বলে, মানুষ সবচেয়ে বেশি চিন্তা করে যখন বাথরুম বা ওয়াশরুমে যায়। কিন্তু মেয়েরা গোসলের সময় এমন অনেক কিছুই চিন্তা করে যার কোনো ভিত্তি নেই। জানতে চান কী সেগুলো? তাহলে আইডিভা ওয়েবসাইটের এই তালিকাটি একবার দেখে নিন।
১. আমি যদি একটু অনুশীলন করতাম তাহলে অনেক বড় শিল্পী হতাম! আসলে আমি অনেক ভালো গান গাই।
২. আজ কি চুল ধোয়ার প্রয়োজন আছে? থাক দরকার নেই। আরো দুদিন না করলেও চলবে।
৩. পানি অনেক গরম। গিজারটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আমি তো ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না।
৪. মাত্র দুই মিনিট আছে। এখন কি চুলে কন্ডিশনার লাগানো ঠিক হবে? এমনিতেই আমার দেরি হয়ে গেছে।
৫. ইদানীং চুল ধোয়ার সঙ্গে সঙ্গেই অনেক চুল পড়ে যাচ্ছে। কালই পার্লারে যেতে হবে।
৬. আমার ওয়েক্সিং করানো খুবই জরুরি। কিন্তু করাটা ঠিক হবে কি না বুঝছি না!
৭. আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। আমার ব্যায়াম করা প্রয়োজন।
৮. নতুন এই বডিওয়াশটার অনেক সুন্দর ঘ্রাণ। এখন থেকে এটাই কিনব।
৯. আজকে তোয়ালে ভেজা না তো? আমি ভেজা তোয়ালে দিয়ে শরীর মোছা একেবারেই পছন্দ করি না।
১০. পুরো বাথরুম ভিজে আছে। ভেজা বাথরুমে গোসল করতে আমার অস্বস্তি লাগে।
লাইফ্টাইল ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur