চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ভাসুর গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল ও আপত্তিকর কাজে জড়ানোর অপবাদ দেওয়ায় সুবর্ণা (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা হাজীগঞ্জ পৌর এলাকার বদরপুর গ্রামের কাতার প্রবাসী শরীফ উল্যাহর স্ত্রী।
নিহত সুবর্ণার বাবা ঝন্টু তালুকদার যুগান্তরকে অভিযোগ করে বলেন, আমার মেয়ে সুবর্ণাকে আড়াই বছর আগে বদরপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে শরীফের সঙ্গে বিবাহ দিই। কিছু দিন যাওয়ার পর আমার মেয়ের জামাই প্রবাসে চলে যান। সেই থেকে তার ভাসুর আবু তাহের মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছে। শুধু তাই নয়, সে আমার মেয়ের গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে।
ঝন্টু তালুকদার আরও জানান, তারা সোমবার আমার স্ত্রীকে খবর দিয়ে ডেকে নিয়ে আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয়। ওই দিন রাতেই তারা (আমার মেয়ের শাশুড়ি পেয়ারা বেগম) আমার বাড়ি এসে মেয়ের বিরুদ্ধে উল্টো মিথ্যা অপবাদ দিয়ে শাসিয়ে যায়। এ নিয়ে সুবর্ণার মন খারাপ হয়ে যায়।
বুধবার সকালে আমরা ঘরের একটি কক্ষে বসে কথা বলছিলাম। তার ফাঁকে মেয়ে অন্য রুমে গিয়ে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে রুমে গিয়ে দেখি মেয়ের লাশ ঝুলছে। আমি আমার মেয়ের মৃত্যুর জন্য তার ভাসুর তাহেরকে দায়ী করছি। আমি তার ফাঁসি চাই।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে ঘটনাস্থল বা থানায় স্বামীর পক্ষের কাউকে পাওয়া যায়নি।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur