গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আল আমিন মটরস একাদশ জয়ী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী বাজার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ মাঠে মতলব উত্তর উপজেলার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার লক্ষে মেঘনা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ছেংগারচর বাজার আল আমিন মটরস এন্ড ইঞ্জিনিয়ার একাদশ জয় লাভ করেছে।

আজ শনিবার (২৯ জুন)উপজেলার সুগন্ধি প্রবাসী ড্রীম সংঘ কতৃক আশোজিত মেঘনা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ছেংগারচর বাজার আল আমিন মটরস এন্ড ইঞ্চিনিয়ার একাদশ ৩-২ গোলে একই পৌরসভার দুলালকান্দি পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

উক্ত কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক সহস্রাধিক ফুটবল প্রেমি দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলার সার্বিক দায়িত্বে ছিলেন, মোঃ শরীফ হোসেন, মোঃ এরফান, মোঃ ফয়েজ, মোঃ সুজন, জুলফিকার প্রমূখ।
১৬টি দল নিয়ে খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল;; এই শ্লোগানে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতায় ১৬ টু দল নিয়ে মেঘনা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়। যার পৃষ্ঠপোষকতায় ছিলেন, সুগন্ধি প্রবাসী ড্রীম সংঘ যুবসম্প্রদায়। যার শুভ উদ্বোধন করা হয় গত ৭ জুন জমকালো আয়োজনের মধ্য দিয়ে।

নিজস্ব প্রতিবেদক, ২৯ জুন ২০২৪

Share