Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / সরকারের উন্নয়নের কথা বলে অনেকেই গোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত
সরকারের উন্নয়নের কথা বলে অনেকেই গোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত

সরকারের উন্নয়নের কথা বলে অনেকেই গোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত

সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে অনেকই গোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। এসব দালাল মুনাফেকদের চিনে রাখতে হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিন ব্যাপি হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ভিক্তিপ্রস্তর স্থাপনসহ নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন. আমরা শুধু দেশ ও সরকারের উন্নয়নের কথা ভেবে রাজনৈতি করি। যার প্রমান হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় কাজের মাধ্যমে প্রমান রয়েছে। আগামি দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে জননেত্রী শেখ হাসিনার সকল অর্জন জনগণের মাঝে তুলে ধরতে সকল নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।

শনিবার সকালে অলিপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন, উচ্চঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়র নতুন ভবন উদ্বোধন, দুপুরে উপজেলার সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের শুভ উদ্বোধন, বিকালে ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কালচোঁ ইউনিয়নের নেছারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনসহ নানা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

দিন-ব্যাপি অনুষ্ঠানে তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম মজুমদার, সিআইপি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আবু তালেব লিঠন,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু প্রমুখ।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
: : আপডেট, বাংলাদেশ ১০: ০০ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ রোববার
এইউ

Leave a Reply