গত দুইদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জেলার প্রধান নদী গোমতীর পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার সকাল ৯টায় নদীর পানি রেকর্ড করা হয়েছে ৮.৩০ মিটার, যা বিপদসীমা থেকে মাত্র ৩ মিটার নিচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং এখনই সতর্ক থাকার সময়। তিনি আরও জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
এদিকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সর্তক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে কুমিল্লা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি ফরিদ উদ্দিন জানান, গোমতী নদীর পানি এখনো বিপদসীমার তিন মিটার অর্থাৎ ৯.৮৪ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০৯ জুলাই, ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur