ফরিদগঞ্জ

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে বৃহস্পতিবার (১৭ আগস্ট) শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মো. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহান স্থপতি। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুর্নগঠনের কাজে হাত দিয়েছিলেন, বর্হিবিশে^র সাথে গড়ে তুলছিলেন চমৎকার কুটনৈতিক সম্পর্ক। যখন একটি নবীনর রাষ্ট্র বঙ্গবন্ধুর নেতৃত্বে এগিয়ে যাচ্ছিলো ঠিক তখনই এদেশের কিছু মীর জাফর তাকে নির্মমভাবে হত্যা করে। এই মহান মানুষের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় সমগ্র বাঙ্গালি জাতি।

সাবেক ছাত্রলীগ নেতা বাবুল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, আল মামুন সুমন সর্দার, পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান, মোহাম্মদ হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা এড. মো. মাহাবুব আলম।

উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন সাহেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নূরের রহমান সুমন, কামরুজ্জামান সবুজ, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া ভাসানী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ওহিদুর রহমান পাটওয়ারী, সদস্য সচিব জহিরুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা শাখাওয়াত হোসেন সাহেদ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। উপজেলা যুবলীগ নেতা ফিরোজ আলম, এমরান পাটওয়ারী, সুমন আহম্মেদ, সুজন সরকার, জসিম, জহির ভূঁইয়া, মুজিব, বাপ্পী, আকরাম হোসেন রবিন, আনোয়ার হোসেন রুবেল, বাকী বিল্লাহ, নাঈম হোসেন, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ রিমন, রাছেল পাটওয়ারী, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক তারেক মিঝি, চাঁসক ছাত্র নেতা আল আমিন প্রমুখ।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মো. জাহিদুল ইসলাম রোমানকে ফরিদগঞ্জের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশাল মটর সাইকেল শো-ডাউন করে অনুষ্ঠান স্থলে নিয়ে যায়। অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ ৩: ৫০ এএম, ১৮ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share