চাঁদপুরে পৃথক উপজেলায় হাজিগঞ্জ-মতলব দক্ষিণ বিষপানে গৃহবধূ ও তরুণী আত্মহত্যা করেছে।৭ জুলাই মঙ্গলবার ভোর রাতে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ দুটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের পাটোয়ারী বাড়ির কিশোর পাটোয়ারীর কন্যা মিম আক্তার (১৬) পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নেয়।
জানা যায়, লেখাপড়া ও প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যরা শাসন করলে সে অভিমান করে। পরবর্তীতে সকলের অজ্ঞাতে কীটনাশক পান করে।
গুরুতর অবস্থায় তাকে রাত ৩টা ৪৫ মিনিটে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের দাস বাড়িতে বিষ পানের ঘটনা ঘটে। দুবাই প্রবাসী নন্দ দুলাল দাসের স্ত্রী নিপা রানী দাস (২৫) পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপান করে ।
মঙ্গলবার সকালে নিপা রানী দাসকে মুমুর্ষ অবস্থায় সকালে চাঁদপুর সরবারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় নিপা মারা যায়।
হাসপাতাল থেকে চাঁদপুর মডেল থানাকে অবগত করলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
স্টাফ করেসপন্ডেট,৭ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur