Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও
কচুয়ায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও
প্রতীকী ছবি

কচুয়ায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও

চাঁদপুরের কচুয়ায় এক সন্তানের জননীর বিরুদ্ধে স্বামীর নগদ টাকা, স্বার্ণালংকার ও ১৬ মাস বয়সী একটি সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ নভেম্বর) ভোরে কচুয়া উপজেলার কাটালিয়া গ্রামে খুদিরামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্ত্রী মায়া রানী দাস ও তার দু’ভাই সুমন চন্দ্র দাস ও স্বপন চন্দ্র দাসকে আসামী করে বিমল চন্দ্র সরকার সোমবার (২৮ নভেম্বর) কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযেগকারী বিমল চন্দ্র সরকার জানান, তার স্ত্রী মায়া রানী দাস ঘটনার দিন ভোরে তার ১৬ মাস বয়সী ক্রান্তি সরকার পুত্রকে নিয়ে কাউকে কিছু না বলে স্টিলের আলমারিতে থাকা নগদ ৫ লাখ ৬৫ হাজার টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কচুয়া থানার এএসআই শাহাদাত হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘এ জাতীয় একটি অভিযোগ পেয়েছি, অভিযোগটি তদন্ত করা হচ্ছে।’

অপর দিকে অভিযুক্ত মায়া রানী দাসের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

কচুয়ায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply