মতলব উত্তরে গৃহবধূর ঝুলন্ত লা*শ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ ঠেটালীয়া গ্রামের মোল্লা বাড়িতে গৃহবধূর আত্মহত্যা করে। সোমবার সকাল ৯ টার সময় এ ঘটনাটি ঘটেছে। তবে এটি আত্মহত্যা নয় বলে নিহত পরিবারের দাবী। তারা ধারনা করছে তার স্বামী স্ত্রীকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে রাখছে। তাই বলা চলে এটি একটি রহস্যময় মৃত্যু। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

সরজমিন রিপোর্টে জানা যায়, দক্ষিণ ঠেটালীয়া মরহুম সামছুলহক মোল্লার ছেলে মোঃ আব্দুল হাকিম মোল্লা (৩৮) বিগত ৫/৬ মাস পূর্বে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ঠাকুর কান্দি ভুইয়া বাড়ির মোঃ রফিকুল ইসলাম ভূইয়ার এক মাত্র কন্যা রুনা আক্তার (২১) এর সাথে বিয়ে হয়। আজ ৩১ মার্চ২০২৫ রোজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ পরতে রুনার স্বামী মোঃ আব্দুল হাকিম মোল্লা সকাল সাড়ে আটটায় ঈদগাহে নামাজ পরতে যায়। নামাজ শেষ হলে হাকিম মোল্লা খবর পায় তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানে ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে আত্ত্বহত্যা করেছে। তিনি দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে দেখতে পায় এ করুন দৃশ্য। এ ঘটনা শোনে মানুষের ঢল নেমে আসে।

পরে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া হলে মতলব উত্তর থানা পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল ও এসআই দেলোয়ার হোসেন এসআই মিজানুর রহমান (২) সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

এদিকে পুলিশ সুইসাইট এর ঘটনার কথা বলছেন, তবে হত্যা না আত্মহত্যা এটি পোস্টমর্টেম রিপোর্ট আসলেই জানা যাবে।

অপর দিকে মৃতের আত্বীয় স্বজন ও মৃতের ভাই মোঃ শরীফুল ইসলাম বলছেন, আমার বোন আত্মহত্যা করেনি। এটি একটি হত্যাকাণ্ড।

তিনি জানান, রুনার স্বামী হাকিম মোল্লা তার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। মৃতের স্বামী হাকিম মোল্লা পরে গাঁঢাকা দিয়েছে। এটি নিয়ে এলাকায় নানান গুঞ্জন ও কানাঘুষা চলছে। হাকিম মোল্লা গাঁঢাকা দেয়ারপর মানুষ বিশ্বাস করতে পারছে না এটি আত্মহত্যা। মৃতের ভাই সম্ভবত হত্যা মামলা করবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক জানান, আজ সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার ১০ পূর্ব ফতেপুর ইউনিয়নের ঠেটালিয়া এলাকা থেকে এক গৃহবধূর বসত ঘর থেকে জলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত গৃহবধূর ভাই থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক, ১ এপি্রল ২০২৫

Share