ঠাকুরগাঁওয়ের হরিপুরে আফরোজা বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ বুধবার (১৭ আগস্ট) সকালে উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে তাঁর শাশুড়ীকে আটক করেছে পুলিশ।
আফরোজা বেগম উপজেলার মরাধার গ্রামের মানিক হোসেনের স্ত্রী। উপজেলার মরাধার গ্রামের স্বামীর বাড়ি থেকে আফরোজা বেগমের লাশ উদ্ধার করে।
ওসি তদন্ত সাইদুর রহমান বলেন, ‘আফরোজা বেগম (২৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছে।
তবে নিহতের ভাই সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্বামীসহ তাঁর শশুর বাড়ির লোকজন আফরোজা বেগমকে শ্বাসরুদ্ধ করে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/10/Kabirul-Islam.jpg” ] প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট [/author] : আপডেট, বাংলাদেশ সময় ০৪:৪০ পিএম, ১৭ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur