গৃহবধূর রহস্যজনক মৃত্যু

‎Saturday, ‎April ‎25, ‎2015     01:44:58 AM

অপূর্ব লাল সরকার :

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে শশুর বাড়ির লোকজন আত্মহত্যার প্রচারনা চালিয়েছে।

জানা গেছে, উপজেলার মোল্লাপাড়া গ্রামের সুভাষ ঢালীর মেয়ে মিতু বাড়ৈর সাথে বারপাইকা গ্রামের তাপস বাড়ৈর বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দু’জনেই ঢাকায় চাকুরী করত। সম্প্রতি তাদের খরচ বেড়ে যাওয়ায় ঢাকা থেকে এলাকায় চলে আসে। স্থানীয়রা জানান, গতকাল মিতু স্বামীর কাছে স্থানীয় মেলায় কেনাকাটার জন্য টাকা চাইলে স্বামী তাপস তাকে টাকা দিলেও তা ছিল অপর্যাপ্ত। টাকা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে রাগে অভিমানে মিতু বিষপান করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মিতুকে মৃত ঘোষণা করে। মিতুর স্বজনরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে তার মা মেয়েকে মৃত দেখে জানান, মিতুর শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে মুখে বিষ ঢেলে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করেছে।

এব্যাপারে আগৈলঝাড়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes

Share