চাঁদপুর

নতুন কুঁড়ির ২৭ বছর পূর্তিতে বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ২৭ বছর পূর্তিতে সংগঠনের আয়োজনে ২০১৫ সনে অনুষ্ঠিতব্য ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষার বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

পুরাণবাজার ঐতিহ্যবাহী অনুপম নাট্যগোষ্ঠীর মিলনায়তনে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত ৯৪জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
সংগঠনের উপদেষ্ঠা ও চরসেনশাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওচমানিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহ-সভাপতি খন্দকার মো. তাফাজ্জল হোসেন চুন্নু। সংবর্ধিত অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাড. গাজী মো. মেহেদী হাসান জসিম উদ্দিন, সংগঠনের নতুন কুঁড়ির উপদেষ্টা অ্যাড. নুরুল হক কমল, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি উত্তম কুমার দেবনাথ, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, বৃত্তি পরিক্ষার উপ-নিয়ন্ত্রক অ্যাড. শিরিন আকতার সুপ্তা, সমন্বয়কারী তৌহিদুল ইসলাম তরুণ, প্রশ্ন প্রণেতা উত্তম প্রসাদ, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডশ, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আশিক খান। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনায় বৃত্তি পরিক্ষার সমন্বয়ক ইয়াকুব বিন সায়েদ লিটন। সব শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে।

এসময় নতুন কুঁড়ির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share