চাঁদপুর শহরের প্রফেসর পাড়া পীর বাদশা মিয়া রোডের বাচ্চু মিয়ার বাড়ি থেকে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভাড়াটিয়া গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
নিহত গৃহবধূ শান্তা (১৯) শেখ ফরিদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানায যায় শান্তার বাবার বাড়ি যমুনা রোড এলাকায়।
স্থানীয়রা জানায়, ক’মাস আগ থেকে টিনশেড একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে শান্তা ও ফরিদ দম্পতি। সোমবার বিকেলে তাদের কক্ষ বন্ধ দেখে শান্তাকে পাশবর্তী ভাড়াটিয়ারা ডাক দিয়ে কোনো সাড়া পায়নি। জানালার ফাঁক দিয়ে শান্তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত গৃহবধূ শান্তার মা জাকিয়া ফাহমিদা জানায়, ‘গত ৬ মাস পূর্বে পরিবারের অসম্মতিতে শান্তা ও শেখ ফরিদ বিয়ে করে। এ নিয়ে তাদের সাথে আমাদের পরিবারের কারো সাথে যোগাযোগ ছিলো না।
চাঁদপুর মডেল উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানায়, ‘ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।’
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur