Home / সারাদেশ / গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

‎Sunday, ‎03 ‎May, ‎2015  7:46:49 PM

আসাদুজ্জামান সরকার:

সাভারে দুই সন্তানের জননীকে স্বামী কর্তৃক খুন করার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধুর নাম নিন্দা রানী(৩০) স্বামী দশরথ রাজবংশী। রোববার সকালে সাভারে রাজফুলবাড়ীয়া কৃষ্ণনগর এলাকার মাঝিপাড়া মহল্লার নিন্দা রানীর বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহবধূর মা যুগল রানী অভিযোগ করেন, ৮ বছর আগে গাজীপুরের কালিয়াকৈর থানার মেদিআশুলাই গ্রাম দশরথ রাজবংশীর সঙ্গে বিয়ে হয় । বিয়ের সময় যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিলাম । দ্বিতীয় দফায় যৌতুকের দাবিতে শারিরীক নির্যাতনের কারণে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন তার মেয়ে।

রোববার সকালে স্বামী দশরথ রাজবংশী সাভারের রাজফুলবাড়ীয়া কৃষ্ণনগর এলাকার মাঝিপাড়া শ্বশুর বাড়ি এসে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা চালায় নিন্দা রানীকে। এ সময় নিন্দা রানীর মা ছাড়াও বাবা সুনন্ধ রাজবংশী বাধা দিলে তাদের সামনেই ওই গৃহবধূর শরীরে ম্যাচের খাটি দিয়ে আগুন ধরিয়ে দেয় ও লাঠি দিয়ে পিটিয়ে গুরতর আহত
করে স্বামী ।

এসময় ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বাড়ির অন্য লোকজন শরীরে পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এসময় আগুনে ওই গৃহবধূর দুই হাঁটু পুড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর টাইমস/ডিএইচ/এএস/২০১৫