কুমিল্লায় আলোচিত গৃহপরিচারিকা ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত ও সহযোগীকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব ১১। র্যাব-১১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ সোমবার ভোররাতে জেলার কোতয়ালি থানাধীন বলরামপুর এলাকায় মূল অভিযুক্ত আনিছ (২৮) কে ও ২৯ মার্চ রোববার বিকালে ধর্ষণে সহায়তায় অভিযুক্ত কুমিল্লা কোতয়ালি থানার বারপাড়া (পশ্চিমপাড়া) জাবেদকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিবের স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।
মামলার বিবরণে জানা যায়, গেলো ২৬ মার্চ কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার (কোতয়ালি থানা) বারপাড়া (পশ্চিম পাড়া) গ্রামের সফিক সর্দার এর ছেলে আনিছ (২৮) তার তিন সহযোগীর সহায়তায় একজন গৃহপরিচারিকাকে মারধর করে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন ভিকটিমের ভাই বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উভয় আসামী স্বীকার করে যে, তারা ঘটনার সন্ধ্যায় তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় প্রথমে ভিকটিমকে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী জাবেদ (৩০) ও তার সংগীয় সহযোগীদের সহায়তায় আনিছ ভিকটিমকে কুমিল্লা কোতয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া গ্রামের জনৈক ইয়াছিনের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহপরিচারিকা যাতে ঘটনার বিষয়ে আইনের আশ্রয় না নেওয়ার জন্য প্রাণনাশসহ নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কুমিল্লা কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশিত প্রতিবেদন, ৩০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur