Home / চাঁদপুর / গৃহপরিচারিকাকে গণধর্ষণ মামলায় চেয়ারম্যান প্রার্থীসহ দুই আসামি আটক
গৃহপরিচারিকাকে

গৃহপরিচারিকাকে গণধর্ষণ মামলায় চেয়ারম্যান প্রার্থীসহ দুই আসামি আটক

চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতাল এন্ড ডায়গষ্টিক সেন্টার ভবনে গৃহপরিচারিকাকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগে কামরুজ্জামান নামে এক ব্যবসায়ীসহ ২ জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তবে কামরুজ্জামান সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন স্থানে ব্যানার সাটিয়েছেন।

৩ আগস্ট মঙ্গলবার দিনগত রাতে মডেল থানার এসআই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ জনকে পুলিশ আটক করেছে। তবে এ অভিযোগে অপর অভিযুক্ত রূপালী ব্যাংকের ম্যানেজার ইলিয়াস হোসাইন পলাতক থাকলেও তাকে দ্রুত আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় আখি আক্তার নামে একজন বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।

৪ আগস্ট বুধবার দুপুরে আটক ২ জনকে আদালতে প্রেরণ আরে পুলিশ।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর এনামূল হক চৌধুরী জানান, প্রিমিয়ার হাসপাতালের ৭ম তলায় ভাড়া থাকেন রাবেয়া নামের এক নারী। তার বাসায় কাজের মেয়ে হিসাবে কাজ করতো ভুক্তভোগী ওই যুবতী। গতকাল সন্ধ্যায় রাবেয়ার ডাকে সারা দিয়ে ভবনে ঢুকেন অভিযুক্ত ব্যবসায়ী কামরুজ্জামান ও তার বন্ধু ব্যাংক কর্মকর্তা ইলিয়াস । পরে রাবেয়া তারা ফ্ল্যাট থেকে বের হয়ে গেলে তারা ২ জন জোড়পূর্বক ওই ২২ বছর বয়সী গৃহ পরিচালিকাকে পাশবিকভাবে ধর্ষণ করে।

এমন অভিযোগের ভিত্তিতে আমরা ভাড়াটিয়া রাবেয়া এবং ধর্ষণের অভিযোগ উঠা কামরুজ্জামানকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি।

এদিকে নির্যাতিতা ওই গৃহপরিচালিকা জানান, প্রিমিয়ার হাসপাতালের মালিক হচ্ছেন ডা. মোবারক হোসেন। তাই নিজেকে নিরাপদ মনে করেই গেলো রোজার ঈদ থেকে আমি ওই ভবনের এক ভাড়াটিয়া পলির বাসায় কাজ নেই। আর এরপরেই আমার এই সর্বনাশ হয়ে গেলো। আমি অপরাধীদের ফাঁসি চাই।

থানা সূত্রে জানা যায়, আটক কামরুজ্জামান শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটারা দামের ৬ নং ওয়ার্ডের সালামতউল্লাহ ছেলে। তিনি বাবুরহাটে ইট বালু রড সিমেন্ট বিক্রির ব্যবসায়ী। তিনি প্রিমিয়ার হাসপাতাল ভবনের চতুর্থ তলা ভাড়াটিয়া সেই সুবাদে রাবেয়া বেগমের সাথে পরিচয়।

এমনকি শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী হবার জন্যও দৌঁড় ঝাপে রয়েছেন। তবে এ ঘটনায় পলাতক ইলিয়াস হোসাইন শাহরাস্তির শিমাইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার পিতার নাম মোঃ আলী মিয়া। তিনি রূপালী ব্যাংকের চাঁদপুরের বাবুরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, অভিযোগ পাওয়া মাত্রই ভুক্তভুগী যুবতীকে আইনি সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। ঘটনার প্রেক্ষিতে নারী পুরুষসহ ২ জনকে আটক করা হয়েছে। পলাতক আসামীকে আটকের ব্যপারে অভিযান অব্যাহত আছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট