গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে পরীক্ষার্থীদের বিদায়

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য কলেজ গর্ভণিং বডির সদস্য রাখেন সাবেক যুগ্মসচিব আয়াত উল্ল্যা মজুমদার, হাজী আ: আহাদ, খোরশেদ আলম পাটওয়ারী, সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ওয়াহিজদুর রহমান রানা, যুবলীগের যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন ভূইয়া ইরান , কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কলেজ গর্ভণিং বডির সদস্য আজমুর বেগম, আ: মান্নানসহ অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।

অতিথির বক্তব্য রাখতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্মসচিব আয়াত উল্যা মুজমদার বলেন, করোনা কালিন সময় কাটিয়ে আবারো পুরোদমে পড়ালেখা শুরু হয়েছে। সেই আলোকে শিক্ষার্থীরা কলেজে নিয়মিত ক্লাস করে আবারো নিজেদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরীক্ষার অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ হয়েছে। আমার বিশ্বাস তারা তাদের মেধার মূল্যায়ন করেই ভালভাবে পরীক্ষা দিয়ে নিজের ও কলেজের সুনাম অব্যাহত রাখবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩ নভেম্বর ২০২২

Share