চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের কলেজের আগমনের সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজ ছেড়ে পালিয়ে গিয়েছেন।
বুধবার (৭ মে) এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে তার মুঠো একাধিকবার ফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।
জানা গেছে, গত ২৪ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার (স্মারক নং- ওঘঝঙ২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৬৭৩৮ ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাবেক সভাপতি ডা. আনোয়ায়ার হকের পরিবর্তে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি প্রদান করেন। সেই অনুযায়ী বুধবার (৭মে-২০২৫) সকালে কলেজের নবনিবার্চিত সভাপতি হিসেবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজে আসেন। সভাপতির কলেজে আসার সংবাদ শুনে ১০মিনিট পূর্বে তড়িঘড়ি করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা সটকে পড়েন।
কলেজে এসে অধ্যক্ষের রুমে তালাবদ্ধ দেখে নয়া সভাপতি শিক্ষক মিলনায়তনে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি।
কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারী দেলোয়ার হোসেন জানান, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ সাহেব কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, আমি-আমরা এইমাত্র শুনেছেন। অধ্যক্ষ আমাদের এই বিষয়ে কিছুই জানাননি। তিনি জরুরী কাজে কিছুক্ষণ পূর্বে বাইরে গিয়েছেন বলে আমরা শুনেছি।
কলেজের সাবেক অভিভাবক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান জানান, সাবেক এমপি হিসেবে নয় লায়ন মো. হারুনুর রশিদ আজ কলেজে এসেছেন নয়া কমিটির সভাপতি হিসেবে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার আসার কথা শুনে পালিয়ে গেছেন। এটা খুবই দুঃখজনক।
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ জানান, আমি কলেজের সভাপতি হিসেবে চিঠি গত ২৪ এপ্রিল পেয়েছি। অনলাইনে তাৎক্ষনিক ও ডাকযোগে এতদিনে সেই চিঠি পেয়েছেন নিশ্চিত। কিন্তু বুধবার (৭ মে) সকালে কলেজে এসে জানলাম কেউই এই বিষয়ে জানেন না, যা দু:খজনক। অধ্যক্ষ কাজটি ঠিক করেননি।
প্রতিবেদক: শিমুল হাছান,৭ মে ২০২৫