চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার-২০১৯ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাহাব উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এমএ বারী খানেরর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার।
মেয়র বলেন,‘লেখা-পড়া ও খেলাদুলা একে অপের অবিচ্ছেদ্ধ অংশ। খেলাধুলা করলে শিশু-কিশোরদের মন ও মানসিকতা বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে।আর সুস্থ থাকলে পড়ালেখায় মনোযোগী হওয়া যায়। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সারা বছর খেলাদুলা করা সুযোগ করে দিতে হবে।’
তিনি বলেন,‘বাংলাদেশের ছয়টি ঋতু স্পর্ট। এই দেশের মতো ছয় ঋতুর দেশ পৃথিবীতে আর নেই। প্রতিটি ঋতুতে আমরা ভিন্ন ভিন্ন পরিবেশ উপভোগ করি। আজ পহেলা ফাল্গুন। বসন্ত ঋতুর প্রথম দিন। প্রকৃতির নান্দনিক সাজ আর মানুষের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা যায়। আমাদের ছেলেমেয়েরাও এখন উৎসবের সাথে বসন্তকে বরণ করে নিচ্ছে।’
তিনি আরো বলেন,‘প্রত্যেক শিক্ষার্থীকে দেশ প্রেমে উদ্ভুর্ধ করতে হবে, আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। আমাদের লক্ষ্য ছিলো স্বাধীন সার্বভৌম মানচিত্র পাবো। কিন্তু বঙ্গবন্ধু চেয়েছেন শুধুমাত্র স্বাধীন পতাকাই নয়, একি সুখি-সমৃদ্ধ, সম্প্রীতি এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলা। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। কিন্তু পরাজিত শক্তিদের কারণে বঙ্গবন্ধু তার স্বপ্নপূরণ করতে পারেনি। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হামিনা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে।’
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহানারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকতা নাজমা বেগম, ইউআরসি’র ইনস্ট্রাক্টর ছাদেক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুর আহম্মেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির আহমেদ চোকদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, বিদ্যালয়ের শিক্ষক অভিবাবক কমিটির সভাপতি শবেবরাত, সাংবাদিক শাহ আলম মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও উদ্বোধক জাতীয়, ক্রীড়া ও কাব পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে পরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চমৎকার ডিসপ্লে উপভোগ করেন। এরপর বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবকদের বালিশ বদল ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম
১৩ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur