রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহনের বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ঘটনাস্থল থেকে ওয়ারী থানার এসআই রাজিব জানান, মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করে রেকার দিয়ে থানায় নেওয়া হচ্ছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur