গুলশানে ঘটনায় দু’জন নয় আরো আটক

গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় এতদিন দুজন আটকের কথা বলা হলেও এখন আরও আটকের কথা জানিয়েছে পুলিশ।

জঙ্গিদের অর্থসংস্থান কিভাবে হচ্ছে বা কারা এই হামলার পেছনে রয়েছে; তাদের খুঁজে বের করতেই আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের গুলশানকাণ্ডে আরও আটকের খবর জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘দুজন সন্দেহভাজন জঙ্গিসহ আরও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সোমবার (৪ জুলাই) গুলশান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তা স্মরণে রাজারবাগে আয়োজিত শোকসভায় পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেছিলেন, ‘হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠলে জিজ্ঞাসাবাদ করা হবে।’

মঙ্গলাবর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে গুলশানে সন্ত্রাসী হামলার বিষয়ে ব্রিফ করে সরকার।

ওই সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করবে। নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।’

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসান বেকারিতে ছয় বন্দুকধারী হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে জবাই হত্যা করে।

পরদিন শনিবার সকালে সশস্ত্র বাহিনী কমান্ডো অভিযান চালালে জিম্মি সঙ্কটের অবসান হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ছয় হামলাকারী নিহত হয়েছে, একজন ধরা পড়েছে।

Share