রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটে সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে কচুয়ার তিন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছে- কচুয়া উপজেলার মনপুরা গ্রামের মোঃ নুরুল ইসলাম, মোঃ ছিদ্দিকুর রহমান ও আলী আহম্মদ।
অগ্নিকান্ডে দোকান হারিয়ে তিন ব্যবসায়ী এখন পাগল প্রায় হয়ে পড়েছে।
জানা যায়, সোমবার গভীর রাতে গুলশান ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিাকান্ড ঘটে। এতে প্রায় কয়েক শতাধিক দোকান ঘর পুড়ে ভস্মিভূত হয়।
অগ্নিকান্ডে তিন ব্যবসায়ীর প্রায় ১০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তারা দাবি করেছেন।
জিসান আহমেদ নান্নু
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ৪০ পিএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur