Home / জাতীয় / গুলশানের ঘটনায় ২০ জন নিহতের দাবি করলো আইএস
bbc

গুলশানের ঘটনায় ২০ জন নিহতের দাবি করলো আইএস

আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট ঢাকার গুলশানের এক রেস্টুরেন্টে জঙ্গী হামলার দায় স্বীকার করেছে বলে খবর দিচ্ছে এই গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’। ওই বার্তা সংস্থার বরাতে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

আইএস সমর্থিত বার্তা সংস্থা ‘আমাক’ এর বরাত দিয়ে বিবিসি জানায়, হামলায় বিশ জন নিহত হয়েছে। তবে ঢাকার কোন সূত্র থেকে এখনো পর্যন্ত এত বেশি সংখ্যাক হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন জঙ্গীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন।

ঢাকার সংবাদ মাধ্যমে দ্বিতীয় একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে খবর দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বিবিসি সংবাদে বলা হয়, ইসলামিক স্টেটের এ দাবি যদি সত্যি হয়ে থাকে এটি হবে বাংলাদেশে এই গোষ্ঠীর তরফ থেকে প্রথম বড় কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা।

বাংলাদেশ সরকার এতদিন পর্যন্ত সেখানে ইসলামিক স্টেটের কোন রকম তৎপরতার খবর অস্বীকার করে এসেছে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:১৫ এএম, ২ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply