Home / খেলাধুলা / বিপিএলের চেয়ে আমার জন্যে গুরুত্বপূর্ণ জাতীয় দল : তামিম
বিপিএলের চেয়ে আমার জন্যে গুরুত্বপূর্ণ জাতীয় দল : তামিম
তামিম ফাইল ছবি

বিপিএলের চেয়ে আমার জন্যে গুরুত্বপূর্ণ জাতীয় দল : তামিম

ইনজুরির কারণে সফরের মাঝ পথেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসলেন বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরীর সঙ্গে দেখা করেন তিনি।

জানা গেছে, আসন্ন বিপিএলে প্রথম দিকের কয়েকটা ম্যাচে নাও খেলতে পারেন তিনি। অবশ্য তামিমের লক্ষ্য পরবর্তী শ্রীলঙ্কা সিরিজ। তাই তাড়াহুড়ো করে বিপিএল খেলতেও রাজি নন তিনি।

তামিম বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ হলো জাতীয় দল। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমার খেলা উচিত হবে না। আমি সেই কাজও করব না। চিকিৎসকরাও হয়তো ছাড়পত্র দেবেন না। সামনে শ্রীলংকার বিপক্ষে সিরিজ। ওটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

তামিম ইকবাল বলেন, ‘দুই সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। তারপর আবার পরীক্ষা করাতে হবে। বিপিএলের প্রথম কয়েকটা ম্যাচে নাও খেলতে পারি। পুনর্বাসনের পর বোঝা যাবে প্রকৃত অবস্থা। তবে এটা নিশ্চিত যে, প্রথম দুই ম্যাচ খেলতে পারব না। ’

তামিম মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ অনেক ভুল করেছে। সেগুলো দ্রুত সংশোধন করতে হবে। তার কথায়, ‘ওয়ানডে ও টেস্টে আমরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পারফর্ম করতে পারিনি। সবকিছু থেকেই মানুষ শিক্ষা নেয়। সফরটা আমাদের জন্য বড় শিক্ষা। ভুল-ত্রুটি যা হয়েছে আমাদের সবাই বুঝতে পেরেছে। এখনও দুটি ম্যাচ বাকি। আশা করব টি-২০ ফরম্যাটে দল ভালো করবে। একটা বাজে সফর হল। প্রত্যাশা অনুযায়ী আমরা খেলতে পারিনি। ’

এ অবস্থায় দলের কী করণীয়? এ প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘এ সফরের ভুলগুলো খুঁজে বের করে পরিকল্পনা মাফিক এগোতে হবে। ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে। সেখানে খেলা কঠিন হবে আমাদের জন্য। আলাদাভাবে কে কোন সমস্যা অনুভব করেছে তার উন্নতি করার জন্য যা করা দরকার সবই করতে হবে। ’

তিনি আরো বলেন, ‘কন্ডিশন কঠিন হবে সেটা আমরা সবাই জানতাম। তাই বলে কোনো অজুহাত দিতে চাই না। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা যেটা করতে সক্ষম। আমরা সেটা পারিনি। সেখানে কন্ডিশন অবশ্যই একটু ভিন্ন এবং চ্যালেঞ্জিংও ছিল। কিন্তু আমরা ভালো পারফর্ম করতে পারতাম। ’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১২ : ১০ পিএম, ২৫ অক্টোবর, ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply