চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট মরহুম আশেক আলী খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সাবেক এমপি মরহুম মেজবাহ উদ্দীন খান, ২১শে পদক প্রাপ্ত ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর, ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন, মরহুম ড. জালাল আলমীগীর শুভ, উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি মরহুম মীর ইকবাল হোসেনসহ অনেক গুণী ও খ্যাতিনামা ব্যক্তির জন্ম
আগামী ২৮ মে অনুষ্ঠিত হচ্ছে কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এ ইউনিয়নে চাঁদপুর জেলার অনেক গুণিজনদের জন্ম। ফলে কচুয়া উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে এ ইউনিয়নটি একটি অন্যতম ইউনিয়ন। কচুয়া পৌরসভা থেকে ৩কি.মি পশ্চিমে এ ইউনিয়নটি অবস্থিত। ২৩টি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন এবং কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান এ হিসাব-নিকাশ চলছে পুরো ইউনিয়নবাসীর মাঝে।
নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ ভাষার মাস মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ডিজিটাল ব্যানার, পেস্টুন ও বিভিন্ন মাধ্যমে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় দিন-রাত পার করছেন। নির্বাচিত হলে কে কি করবেন তারও নানান প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের কাছে।
অন্য যে কোন সময়ের নির্বাচনের চেয়ে এ বছর এ প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা দলীয় মনোনয়ন সমর্থন আদায়ের লক্ষ্যে শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে জোর লবিং তদবির চালিয়ে যাচ্ছে।
বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ নেতা মো: মাইনুদ্দিন মজুমদার মানিককে পরাজিত করে বিপুল ভোটে নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম লালু। এবারো সে শক্ত অবস্থানে রয়েছেন, তবে প্রচারণায় পিছিয়ে নেই সাংবাদিক আলমগীর তালুকদার। রফিকুল ইসলাম লালুকে ছাড়াও এ ইউনিয়নে নতুন পুরাতন একাধিক মুখ রয়েছে।
সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ইউনিয়ন নির্বাচনী প্রচারনা। এ ইউনিয়নের আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম লালু, সাবেক চেয়ারম্যান মাইনুদ্দীন মজুমদার মানিক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র আস্থাভাজন মো: আ: হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জি: মো: মজিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তার হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার খান, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম পাঠান স্বপন ও বিএনপি’র একক প্রার্থী মো: এবায়েদ তালুকদার। এছাড়াও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধীক প্রার্থীর নামের গুঞ্জণ শোনা যাচ্ছে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
: আপডেট ০৭:৪১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
ডিএইচ