গুজবের বিরুদ্ধে সতর্ক থাকাতে হবে : এসপি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়া রোধে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসপি।

তিনি আরও বলেন, প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা চলাকালীন সময় এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর ফরিদগঞ্জ উপজেলায় মোট ২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদের তালিকা থানায় জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আনোয়ার হোসেন সাইদী ও শারমিন রহমান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা.পরেশ চন্দ্র পাল প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান/ ১১ সেপ্টেম্বর ২০২৫