গুগল সার্চে কিং সালমান আর কুইন সানি লিওন! নিজের আসন এবারও টলতে দিলেন না বেবিডল। গুগল সার্চে এবারও মোস্ট সার্চেবল লেডি লিওন। আর ছেলেদের তালিকায় রয়েছেন সালমান খান। সুতরাং বুঝতেই পারছেন এখন সাইবার দুনিয়ার কিং অ্যান্ড কুইন তাঁরাই।
এছাড়া অভিনেতাদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে শাহরুখ ও অক্ষয়। চতুর্থ ও পঞ্চম হলেন অমিতাভ ও রজনীকান্ত। অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে সানির পরেই রয়েছেন যথাক্রমে ক্যাট সুন্দরী, করিনা কাপুর, কাজল আগরওয়াল ও দীপিকা পাড়ুকোন।
তবে কিন্তু অনেকেই বলছেন সাইবার কিং-কুইনদের নিয়ে একটা ছবি করা হোক। যদিও বাকি দুই খানের সঙ্গে আইটেম নেচেছেন বেবিডল। কিন্তু সলমনের সঙ্গে বিগ-বসের মঞ্চেই শেষ দেখা সানির। তাই সিনেপ্রামীরা আবার এক সঙ্গে দেখতে চাইছেন তাঁদের। নিদেন পক্ষে ক্যামিও হলেও চলবে।
পর্ন দুনিয়াকে বাই বাই কে এখন বলিউডের সেনসেশন সানি। ভাঁড়ে লক্ষ্মী টানতে প্রযোজক থেকে পরিচালক এখন সবাই সানি ফর্মুলায় হাঁটছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur