Home / তথ্য প্রযুক্তি / গুগল ক্রোমে আসছে প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ ফিচার
ক্রোমে

গুগল ক্রোমে আসছে প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ ফিচার

বিভিন্ন কোম্পানি এবং স্বাধীন ডেভেলপারদের চাহিদা মেটাতে নতুন নতুন প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ ফিচারের দিকে ঝুঁকছে গুগলের ক্রোম ব্রাউজার।

প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ বা পিডব্লিউএ ওয়েব প্রযুক্তির এমন একটি মাধ্যম যা যে কাউকে নিজস্ব মোবাইল অথবা ডেস্কটপ অ্যাপের মতো ওয়েবসাইট ব্যবহারের সুবিধা দেয়।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, গুগল তাদের নতুন প্রচেষ্টায় এমন একটি এপিআই নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ক্রোম প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ বা পিডব্লিউএকে অপারেটিং সিস্টেমের ফাইল রিড করার সুযোগ দেবে।একটি ব্রাউজারের এই নিয়ন্ত্রণ থাকলে ওয়েব অ্যাপসে সক্ষমতা আরও ভালো হয়।

এর মানে এমন, যখন আপনি কোনো ইমেজ এডিটরকে ওয়েব অ্যাপ হিসেবে ইন্সটল করেন, তখন এটি নিজের সক্ষমতাকে এমনভাবে নিবন্ধ করতে পারে যাতে জেপিজি, পিএনজি ফাইলগুলো সে নিয়ন্ত্রণ করতে পারে।

সাধারণভাবে আপনি যখন কোনো ছবির ফাইল ডাবল ক্লিকে ওপেন করেন, তখন ওয়েব যেকোনো একটি ফরমেটে এটি ওপেন করে। ওয়েব অ্যাপ সেখানে এমন একটা সক্ষমতায় নিবন্ধন করতে পারে, যেখানে সে যেকোনো একটি ফাইল নিয়ন্ত্রণ করতে পারবে।

গুগল জানিয়েছে, ওয়েব অ্যাপস এবং ন্যাটিভ অ্যাপসের (মোবাইলের নিজস্ব অ্যাপ) মধ্যে স্বচ্ছতা বাড়াতে এই ফিচার আনা হচ্ছে।গুগলের সামনের আপডেটে ব্যবহারকারীর অনুমতি চাওয়া হবে যাতে পিডব্লিউএ’র নিবন্ধনের সুযোগ তিনি দিতে চান কি না।

ঢাকা চীফ ব্যুরো, ০২ মে, ২০২১;