সারাদেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থাকতে পারে আরও ৩ দিন

শরৎ পেছনে রেখে শিশির ভেজা চাদরে হেমন্তকে শুভেচ্ছা জানিয়েছে ঋতু। আশ্বিন শেষে আজ কার্তিক মাসের সপ্তম দিন। বুধবার ২৩ অক্টোবর দুপুর থেকেই বৃষ্টি অব্যাহত। কোথাও থেমে থেমে, আবার কোথাও অবিরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে মনে হচ্ছে এখনো বর্ষা শেষ হয়নি। অসময়ে হেমন্তের এই বৃষ্টিতে ভিজছে রাজধানী। বৃহস্পতিবার ২৪ অক্টোবর ভোরেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অব্যাহত ছিল।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণেই শীতের অনুভূতি শুরু হয়েছে। বৃষ্টি আরও তিনদিন থাকতে পারে।   ‘প্রকৃতি আগমনী বার্তা দিলেও এখনো শীত শুরু হয়নি। তবে বৃষ্টির কারণে শীতের অনুভূতি সৃষ্টি হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীত শুরু হবে।’

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরিবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, খুলনা, ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।   একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বরা হয়েছে- আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বার্তা কক্ষ , ২৫   অক্টোবর  ২০১৯

Share