মতলব দক্ষিণ

মতলব দক্ষিণ উপজেলাা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আর নেই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন আর নেই। বৃহস্পতিপার দুপুর পৌনে ৩টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্নীয়-স্বজন গুণীগ্রাহী রেখে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যানে সহকারী রিয়াজের বরাত দিয়ে চাঁদপুর টাইমসকে জানান, ‘সকালে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তার অবস্থা বেগতিক দেখে ঢাকায় রেফার করা হয়। আমরা উপস্থিত থেকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পাঠানোর ব্যবস্থা করি। সেখানে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় দুপুর ২ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজনৈতিক এ ব্যক্তিত্ব দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে গেলো বছরের ১৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন।

এর আগে তিনি ২০১৯ সালে মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আরো পড়ুন-মতলবে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে গিয়াস উদ্দিন তার মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এদিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক প্রকাশ করেছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক প্রকাশ করেছেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১২ মার্চ ২০২০

Share