গাড়িবহরে হামলা : লাকসাম পৌর বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনী প্রচারণার গাড়ী বহরে হামলা ও প্রচারণা বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহানাজ আক্তার। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র প্রার্থী শাহানাজ আক্তার অভিযোগ করেন, বৃহষ্পতিবার দুপুরের এ হামলার ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে বিষয়টি গুরুত্ব না দিয়ে আওয়ামীলীগ প্রার্থী পক্ষে অবস্থান নিয়ে উল্টো বিএনপির কর্মীদের হয়রানি করেন। তাই লাকসামের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার স্বার্থে পৌর নির্বাচনে আগে ওসিসহ কয়েকজন এসআইকে প্রত্যাহার করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন উপস্থিত লাকসামের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমও অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে লাকসামের গাজীমুড়ায় প্রচারনায় গেলে আওয়ামীলীগের নেতাকর্মীরা তার গাড়ী বহরেও হামলা চালায়।’

এছাড়া তিনি সেনা মোতায়েনেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফা জামান মুস্তফা, শহর বিএনপির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, লাকসামের সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান মজির আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট : ১০:২৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার৯ডিএইচ

Share