Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ থেকে ট্রাকে করে ঢাকা যাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা
JOY

হাজীগঞ্জ থেকে ট্রাকে করে ঢাকা যাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা

শিল্প-কারখানা খোলার আকস্মিক সিদ্ধান্তের পর চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকার পথে ফিরতে শুরু করেছেন শ্রমজীবী মানুষ। এ উপজেলা থেকে বাস-ট্রেন, লঞ্চসহ দূরপাল্লার সব পরিবহন বন্ধ থাকায় ট্রাকযোগে টাসাটাসি করে ঢাকা যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার সকাল থেকে হাজীগঞ্জ বিশ্বরোডের চত্বর থেকে প্রায় ৭-৮টি ট্রাক ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। সবগুলো ট্রাকে প্রায় ২০-২৫ জন নারী পুরুষ টাসাটাসি করে দাড়িয়ে অতিক্রম করতে দেখা যায়। এর মাঝে অনেকের মূখে আবার মাস্ক পড়তে দেখা যায়নি।

ট্রাকে উঠার সময় পুলিশের উপস্থিতিতে কেউ কেউ মাস্ক ক্রয় করতে দেখা গেলেও গাড়িতে উঠার পর তা আর মুখে দেখা যায়নি।

এর আগে দূর দূরান্তের বিভিন্ন উপজেলা থেকে মানুষ রিক্সা, অটো,সিএনজি যোগে,কেউবা পায়ে হেটে হাজীগঞ্জে বিশ্বরোডের চত্বরে মিলিত হয়। গার্মেন্টস শ্রমিকদের এমন উপস্থিতি দেখে ট্রাক ড্রাইভাররা দ্বিগুণ, তিনগুণ ভাড়ায় ঢাকার পথে রওনা দেয়।

গার্মেন্টস শ্রমিক হানিফ,রায়হান,মোজাম্মেল ও রিনা বেগম বলেন,‘ হঠাৎকরে ফোন আসে কারখানা থেকে। হঠাৎ করে পোশাক কারখানা খোলার এমন সিদ্ধান্ত আসায় আমরা বিপাকে পড়েছি। কারণ হাজীগঞ্জ থেকে সব ধরনের পরিবহন বন্ধ ।’

কিন্তু চাকরি বাঁচাতে হলে যেকোনো মূল্যে আমাদের কর্মস্থলে ফিরতেই হবে। এজন্য এখানে এসেছি ট্রাক বা অন্য কোনোভাবে ঢাকা গাজীপুর ফেরার জন্য। কিন্তি ভাড়া প্রায় তিনগুণ বেশী হলেও কিছু করার নেই যেতে হচ্ছে।

জহিরুল ইসলাম জয় , ৩১ জুলাই ২০২১
এজি