গানে গানে আবারো মুখরিত হবে শচীন দেব বর্মনের বাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা :

উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের বাড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গানের উৎসব।

দীর্ঘ ৬০ বছর পর আবারো জমে উঠবে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের (এসডি বর্মন) স্মৃতিবিজড়িত পৈত্রিক বাড়িটি। কুমিল্লা নগরীর চর্থায় শচীন দেব বর্মনের বাড়িতে আগামী ১৬ জুন দেশের বিখ্যাত শচীন ভক্ত শিল্পীরা গানে গানে মাতিয়ে তুলবেন। দিনভর চলবে নাচ-গান আর শচীন স্মরণে আলোচনা।

প্রথমবারের মতো কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের এ উদ্যোগে ব্যাপক উৎসাহ জেগেছে কুমিল্লায় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে। উৎসব উদ্বোধন করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দিন বাহার। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।

অনুষ্ঠানে গান করবেন শিল্পী কিরণ চন্দ্র রায়। এছাড়াও কুমিল্লার শিল্পীদের পাশাপাশি দেশবরেণ্যে অন্যান্য শিল্পীরাও গান পরিবেশন করবেন। শচীন দেব বর্মনের পরিবার ভারত চলে যাওয়ার পর নগরীর চর্থায় তাঁর পৈত্রিক বাড়িটি তৎকালীন পাকিস্তান সরকার দখলে নিয়ে এতে মুরগীর খামার প্রতিষ্ঠা করে। বর্তমানে বাড়িটির মূল অংশটি উদ্ধার করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যেই এখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক জানান, ‘বাড়িটিকে কেন্দ্র করে হাতে নেয়া প্রকল্পের জন্য ইতোমধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। মূল ভবনকে ঘিরে থাকবে শচীন যাদুঘর। বাড়িটির চারপাশে নান্দনিক দেয়াল তৈরির কাজ হচ্ছে, এর পরেই মূল বাড়িটির কাজ শুরু হবে।’

আবারো গানে গানে মুখরিত হবে শচীন কর্তার বাড়ি। আগামী বছর শচীন কর্তার ছেলে রাহুল দেব বর্মনের স্ত্রী আশা ভোঁশলেকেও এ বাড়িতে আনার পরিকল্পনা রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক।

শনিবার, ১৪ জুন ২০১৫ ০৭:২৮ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share