নিশ্চিত পরাজয় জেনে সরকার তাদের দলীয় লোক দিয়ে রিট করিয়ে গাজীপুর সিটি কর্পোরশন নির্বাচন স্থগিত করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার একইভাবে ঢাকা সিটি কর্পোরশন উত্তরের নির্বাচন স্থগিত করেছে। গাজীপুরে আমরা বিপুল ভোটে বিজয়ী হতাম। কিন্তু সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক এবিএম আজাহারুল ইসলাম সুরুজের দ্বারা রিট করিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সরকারি দলের লোক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতনের পরও জনগণ বিএনপির পক্ষে তথা ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ তথা সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গাজীপুর সিটি কর্পোরশন নির্বাচন স্থগিত করায় আমাদের বিপুল বিজয় হয়েছে আর সরকারের পরাজয় হয়েছে।
জাতীয় নির্বাচন শঙ্কা আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সব নির্বাচন নিয়ে শঙ্কা আছে। কারণ এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ইসি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন করা সময়ের দাবি যেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও বলেছেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারা সব সময়ে মামলা, গ্রেফতার গুম-খুনের পথ বেছে নিয়েছে। বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়েছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে তার মুক্তির দাবি করছি। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নির্বাচন স্থগিত করেছেন আদালত। এখানে সরকারের কিছু করার নেই।
রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির নিয়মিত সভা শেষে তিনি এ কথা বলেন।
হাছান বলেন, জিসিসি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল আওয়ামী লীগ। নির্বাচন স্থগিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতটুকু জেনেছি তা হলো, সাভারের শিমুলিয়া ইউনিয়নে ছয়টি মৌজা গাজীপুর দেয়া নিয়ে মামলা হয়েছে। এ মামলার পর আদালত রায় দিয়েছে। আদালত স্বাধীন।
‘হাছান মাহমুদ ছুটিতে তাই, উদ্ভট কথা বলার দায়িত্ব ওবায়দুল কাদেরের’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ মন্তব্যের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আমি কোনো ছুটিতে নেই। গতকাল এমনকি তার আগেও মিডিয়ার সামনে কথা বলেছি।
তিনি আরও বলেন, তাদেরকে (বিএনপি) অনুরোধ জানাবো সকাল বিকেল মিথ্যাচার না করে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুন।
বার্তা কক্ষ