Home / আন্তর্জাতিক / গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়ালো
গাজায় নিহতের সংখ্যা

গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়ালো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি দখলদারদের ৪২ দিনের অভিযানে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এ নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত:৫ হাজার।

স্থানীয় সময় শুক্রবার গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কাছাকাছি সময়ে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও পৃথক এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানায়। খবর বিবিসি’র।

বিবৃতিতে বলা হয়েছে,১২ হাজার নিহত ছাড়াও গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৫ শ ৭০ জন মানুষ। এ নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ১ হাজার ৮শ জন।

গত ৪২ দিনের অভিযানে এখন পর্যন্ত ইসরাইল কোনো বিরতি দেয়নি। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরাইলকে নিয়মিত মানবিক বিরতি ও যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ দিলেও তা আমলে না নিয়ে ইসরাইল জানিয়েছে,হামাসকে নির্মূলের আগ পর্যন্ত এ অভিযান চলবে।

ইসরাইলের তিন ঘাঁটিতে হিজবুল্লাহর হামলাইসরাইলের তিন ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে ১৯৫৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর এ প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

১৮ নভেম্বর ২০২৩
এজি