অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত পাঁচ দিনে ৭০ শিশু নিহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) ভূখণ্ডটির সিভিল ডিফেন্স সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, গত পাঁচ দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭০ জন শিশু নিহত হয়েছে বলে ভূখণ্ডটির সিভিল ডিফেন্স সার্ভিস রবিবার জানিয়েছে।
সংস্থাটি নিহত শিশুদের বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।শুধু বলেছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডজুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারিয়েছে তারা।
মূলত ১৬ মাসে গড়ানো এই যুদ্ধে গাজার ফিলিস্তিনি শিশুরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গত ৮ জানুয়ারি বলেন, ‘নতুন বছর গাজার শিশুদের জন্য আরো বেশি মৃত্যু ও দুর্ভোগ নিয়ে এসেছে।’
এদিকে, ইসরায়েলি হামলায় গাজায় আরো ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে রোববার জনিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে।
এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আর অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
চাঁদপুর টাইমস
১৩ জানুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur