গাজায় ইসরায়েলি ‘গণহত্যা’ থামান : এরদোগান

ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ ঘুমন্ত বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালিয়ে যে ‘গণহত্যা’ চালাচ্ছে- তা বন্ধ করতে ইসরায়েলের ওপর বিশ্ববাসীকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যকে বাঁচাতে পশ্চিমাদের উন্মত্ততা বন্ধ করতে হবে। তারা অন্ধের মতো ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে।খবর তাসের।

তাদের আশকারা আর উসকানি পেয়ে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। হাসপাতালের মতো নিরাপদ স্থানে তারা বোমা হামলা চালিয়ে ৫ শতাধিক নিরপরাধ মানূষকে হত্যা করে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ করেছে।

এরদোগার আরো বলেন, বিশ্ববাসীর কাছে আমার জোর নিবেদন-বেসামরিক লোকজনের ওপর চালানো এ হত্যাযজ্ঞ এখনই বন্ধ করতে বলুন ইসরায়েলকে। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এরদোগান।

২১ অক্টোবর ২০২৩
এজি

Share