Home / আন্তর্জাতিক / গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১ শ ১২ ফিলিস্তিনি
gaza- (1)

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১ শ ১২ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ৫ শ ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৪ হাজার ৬শ ৩৮ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭শ জনেরও বেশি বলে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিভাগই নারী ও শিশু। এছাড়াও গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে তিনটি পৃথক হামলায় আরো ৩৩ জন নিহত হয়েছেন।

এর আগে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছিল, গাজা শহরের দার আল-আরকাম স্কুলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৯ জন থেকে বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওই স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বোমা হামলায় নিহতদের অর্ধেকেরও বেশি শিশু, মহিলা ও বয়স্ক ব্যক্তি।

এক বিবৃতিতে বলা হয়েছে,‘গাজা শহরের দার আল-আরকাম স্কুলে বোমা হামলা চালিয়ে দখলদার বাহিনী বাস্তুচ্যুতদের বিরুদ্ধে নতুন করে গণহত্যা চালিয়েছে, যার ফলে ১৮ জন শিশু, মহিলা এবং বয়স্ক ব্যক্তিসহ ২৯ জন নিহত হয়েছেন এবং ১শ জনেরও বেশি আহত হয়েছেন।’

১৮ মার্চ গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রায় দু’ লাখ ৮০ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পর ইসরাইল গাজা শহরের দক্ষিণাঞ্চলে আরোও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে। ইসরাইলি বাহিনীর হাতে ১৫ জন চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীর সাম্প্রতিক হত্যাকাণ্ডকে‘গাজায় চলমান যুদ্ধের অন্যতম অন্ধকারতম মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি। এ হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ৫শ ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৬শ ৩৮ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭শ জনেরও বেশি বলে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে। সূত্র : আল জাজিরা

৪ মার্চ ২০২৫
এজি