ডেস্ক:
গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন ঢালিউডের নায়িকা পরী মনি।শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রের দৃশ্য ধারণের সময় গাছ থেকে পড়ে তিনি আহত হয়েছেন।
(১৫ মার্চ) রোববার গাজীপুরের হোতাপাড়ায় এই ছবির কাজ চলাকালে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে পরী মনি বলেন, ‘রোববার হোতাপাড়ায় ছবির দৃশ্যের প্রয়োজনে আমাকে গাছে উঠতে হয়। হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যাই। এতে হাতে ও পায়ে মারাত্মকভাবে আহত হয়েছি।’

এই ছবিতে তিনি চঞ্চল প্রকৃতির এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন। সারাক্ষণ সারা গ্রামে ঘুরে বেড়ান। বাবা গ্রামের চেয়ারম্যান। বাবার ক্ষমতার জোরে নানা অন্যায় অনিয়ম করে বেড়ান। একটা সময় তার সঙ্গে একই গ্রামের নাপিতের ছেলের প্রেম হয়। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যায়। আহত হয়ে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। এই ঘটনায় ২২ তারিখ পর্যন্ত শ্যুটিং করার কথা থাকলেও তা স্থগিত করেছেন পরিচালক।
চাঁদপুর টইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur