পাঠানঠুলা,হাওলদারপাড়া এলাকায় একটি গাছের ভিতর থেকে অবিরত পানি বের হচ্ছে। প্রায় ২০ ফুট উচ্চতার ওই গাছের স্থানীয় নাম মান্দার গাছ। রোববার দুপুর থেকে ওই গাছের পানিপড়া কোনো ভাবে বন্ধ হচ্ছেনা।
এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে গাছটি এক নজর দেখতে ভীড় করেন উৎসুক জনতা। সরেজমিন গিয়ে দেখা যায়, হাওলদারপাড়া এলাকার রাস্তার পাশে একটি গাছ থেকে অবিরত পানি পড়ছে।
তবে গাছের কাছেই একসময় বিশাল জলাশয় থাকায় অনেকেই ভাবছেন গাছ পানি শোষন করছে। অনেকেই খালি পাত্র নিয়ে পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। প্রায় শতাদিক উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন গাছটি এক নজর দেখার জন্য।
অনেকেই বলছেন, সকাল থেকে হঠাৎ করে ওই গাছ থেকে পানি পড়া শুরু হয়। বিষয়টি অলৌকিক হতে পারে এমনটাই জানান অনেকেই। গাছ দেখতে আসা বিপ্লব দত্ত জানান, এই প্রথম বৃষ্টি ছাড়া গাছ থেকে পানি পড়া দেখলাম।
রবিবার বিকেল সাড়ে ৬টায় এ রিপোর্ট খেলা পর্যন্ত ওই গাছ দিয়ে পানি পড়ছে বলে এলাকাবাসী জানান।
নিউজ ডেস্ক : আপডেট ৫:১৮ পিএম, ০৭ জুন ২০১৬, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur