সারাদেশ

গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন

নড়াইল প্রতিনিধি :

নড়াইলে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূ ববিতাকে নির্যাতনের ঘটনায় তার শাশুড়ী জিরিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়ায় আত্মগোপনে থাকা শাশুড়ী জিরিন আক্তারকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় ববিতার স্বামী শফিকুল, শ্বশুর সালাম শেখ, চাচা শ্বশুর কালাম শেখ, নান্নু শেখ, ভাসুর হাসান শেখসহ ছয়জন এবং নির্যাতনের ঘটনায় জড়িত থাকায় হিরু শেখকে গ্রেফতার করা হয়।

তবে মামলার অন্যতম আসামি আজিজুর রহমান আজুকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানান ওসি।

৩০ এপ্রিল নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখের স্ত্রী ববিতা খানমকে গাছের সঙ্গে বেঁধে পরিবারের সদস্যরা নির্যাতন চালায়। ঘটনার পাঁচদিন পর ৫ মে নির্যাতিতার মা খাদিজা বেগম বাদী হয়ে শফিকুল, তার বাবা ও মাসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ঘটনায় রবিবার (১০ মে) স্বামীসহ আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্ট।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

 

Share