Home / সারাদেশ / গাছের ডাল পড়ে বৃদ্ধ নিহত
রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের ডাল ভেঙ্গে বৃদ্ধ নিহত

গাছের ডাল পড়ে বৃদ্ধ নিহত

ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে বুধবার (৩ আগস্ট) গাছের ডাল পড়ে নিমাই চন্দ্র নাথ (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত নিমাই গোপিনাথপুর গ্রামের উপেন চন্দ্র নাথের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে নিমাই চন্দ্র বাড়ী থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরো জানান, ঝিনাইদহ দোমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর হাসপাতালে বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/01/palash-roy.jpg” ] প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]

Leave a Reply