ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে গাছের ডালের সাথে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভাটিয়ালপুর চৌরাস্তার উত্তর দিকে পুরাণ বাড়ির পশ্চিমে চেরু ক্বারী সাহেবের বাড়ি সংলগ্ন মাদ্রাসার সামনে গাছের ডালা আর বিদ্যুতের হাই ভোল্টেজের লাইন একত্রে মিশে রয়েছে।

এ নিয়ে স্থানীয়রা বেশ আতংকে রয়েছে। হাফিজিয়া মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্র রয়েছে।

গাছের ডাল-পালা গুলো দীর্ঘ দিন ধরে যেন গভীর মমতায় জড়িয়ে রয়েছে বিদ্যুৎ লাইনের তারগুলোকে।

কর্তৃপক্ষের অসচেতনতা বা অবহেলার ফসল এটি। যা যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানিও ঘটতে পারে। ওই স্থানটির পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরের পানিতে প্রতিদিন গোসলসহ নিত্য প্রয়োজনীয় কাজে অনেকেই আসেন।

বাড়ির লোকজন ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসকে একাধিকবার বলার পরও তারা গাছগুলো কাটছেনা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

About The Author

প্রতিবেদক- সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
Share