কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে শত্রুতার জের ধরে সদ্য রোপনকৃত বিভিন্ন জাতের গাছের চারা তুলে বিনষ্টের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গাছের চারা ও জায়গার মালিক মো. আলী আহম্মদ বাদী হয়ে শনিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই ঘটনার জন্য একই গ্রামের খন্দকার বাড়ীর মৃত. জহুর আলীর ছেলে শরীফুল ইসলাম,তার ভাই শামীম ও আম্বিয়া খাতুনকে দায়ী করে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাসূত্রে জানা গেছে, আলী আহম্মদ গংরা তার বাড়ির উত্তর পাশে ধৈইঞ্চা ও দখলীয় জমির পাশে ঘটনার ২/৩দিন পূর্বে একাশি,শিলকড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন শতাধিক গাছের চারা রোপন করেন। শুক্রবার রাতের আধারে শত্রুতার জের ধরে একই বাড়ির উল্লেখিত আসামীরা তার গাছের চারা উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন।
স্থানীয়রা জানান, আলী আহম্মদ গংদের সাথে প্রতিপক্ষ শরীফুল ইসলাম গংদের জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। শরীফুল ইসলাম গংরা বিভিন্ন সময়ে আলী আহম্মদ গংদের কারনে অকারনে ষড়যন্ত্রমূলক মামলা, ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন করে আসছেন।
এব্যাপারে অভিযুক্ত শরীফুল ইসলামের বক্তব্য জানতে বারবার তার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur