চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো.আলী আকবর (৬০) নামে এক বৃদ্ধের
মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, মো. আলী আকবর দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করেন। ঘটনার দিন তিনি পাশের বাড়ির ইব্রাহিমদের একটি কড়ই গাছ কাটার চুক্তিতে কাজে যান। সে গাছে উঠে ডালপালা কাটার সময় অসাবধানতাবশত উপর থেকে ছিটকে নিচে পরে যায়। এতে আলী আকবরের মাথা ও মুখমন্ডল থেতলে যায়।
সাথে সাথে স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে।
হাসপাতালের এম্বুল্যান্স চালক দেলোয়ার হোসেন জানান, ঢাকা যাওয়া পথে আলী আকবরের নিজ গ্রাম নারায়নপুরে পার হবার পথে তিনি মারা যান।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৮ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur