সারাদেশ

গাইবান্ধায় ৬৫ লাখ টাকা ছিনতাই : প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন সিরামিক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি মাহাবুবুর রহমান সোহাগকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ সদস্যরা অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার পুঠিমারী কালিকা ডোবা থেকে রবিবার ভোরে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মাহাবুবুর রহমান সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পুঠিমারী কালিকা ডোবা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক জানান, গ্রেফতার মাহাবুবুর রহমান সোহাগকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, ১২ জুন রাতে গোবিন্দগঞ্জ শহরের গোলেজা সুপার মার্কেটের সিরামিক ব্যবসায়ী কামাল উদ্দিন দোকান বন্ধ করে হালখাতার ৬৫ লাখ টাকাসহ ম্যানেজার ছোট ভাই রিপন ও কর্মচারী লিটনকে সঙ্গে নিয়ে রিকশায় করে শহরের ঝিলপাড়ার বাসায় ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের গোবিন্দগঞ্জ থানা সংলগ্ন এলাকায় ৬-৭ জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এ সময় ব্যবসায়ীকে এলোপাতারি ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কামাল উদ্দিন পরের দিন গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০৫:২০ পিএম,  ২৯ নভেম্বর ২০১৫, রোববার

এমআরআর

Share