Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে সিএনজি দিয়ে গাঁজা হস্তান্তরের সময় চালকসহ আটক ৩
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী
Arrest-pic

মতলবে সিএনজি দিয়ে গাঁজা হস্তান্তরের সময় চালকসহ আটক ৩

চাঁদপুর মতলব দক্ষিণে উপাদী বাপপুতের বাজার এলাকা থেকে গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।১৩ ডিসেম্বর সোমবার ১১টার দিকে সিএনজি দিয়ে গাঁজা হস্তান্তরের সময় জনগণের সহায়তায় চালকসহ ওই দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন উপজেলার উত্তর উপাদী গ্রামের মোঃ হাশেম খান( ৪০), দক্ষিণ নলুয়া গ্রামের সিব্বির আহমেদ(২৪) ও গাঁজা বহনকারী সিএনজি চালক জেলার ফরিদগঞ্জের বালিথুবা গ্রামের আরিফুল ইসলাম(২২)। এসময় তাদের কাছ থেকে একটি বস্তাভর্তি আনুমানিক ৬ কেজি গাঁজা ও সিএনজি উদ্ধার করা হয়।

জানা গেছে, গাঁজার চালান ওই বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় গাঁজা ব্যবসায়ী হাসেম খান ও তার সহযোগী সিব্বির আহমেদ সিএনজিটি কে থামান। গাঁজা সরবরাহ নিয়ে চালক ও তাদের মধ্যে তর্ক-বিতর্ক দেখা দিলে লোকজন জড়ো হয়। এসময় সিএনজিতে থাকা গাঁজার প্যাকেট আটককৃত হাশেম খান ও সিব্বির আহমেদ সরিয়ে ফেলে।

আর এই বিষয়টি উপস্থিত লোকজন দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে হাসেম ও সিব্বির কে আটক করে গাঁজা ও সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

করেসপন্ডেট,১৪ ডিসেম্বর ২০২০