চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদককারবারীকে আটক করা হয়েছে। ১২ সেপ্টম্বর সোমবার রাতে চাঁদপুর শহরের নিশিবিল্ডিং ও মতলব পদক্ষিণে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো.এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে চাঁদপুরে মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
তারই তত্বাবধানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশর্ক বাপন সেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত রেডিং টীম ১২ সেপ্টেম্বর রাতে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় কুমিল্লা কোতয়ালী থানার হানিফ মিয়া (৪৫) এবং একই এলাকার সজল মিয়া (২৮)কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
একই সময়ে মতলব দক্ষিণ থানার নায়েরগাঁও ইউনিয়নের পৃথক আরেকটি অভিযান চালানো হয়। সে অভিযানে জুম্মান মিয়াজি (২৩) ও আরফান (২৮) কে আরো ৮ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিষয়ে বাপন সেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.এমদাদুল ইসলাম মিঠুন বলেন,‘মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে।
আশিক বিন রহিম,
১৩ সেপ্টেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur